Site icon janatar kalam

আগরতলা-সিলচর এক্সপ্রেসে চেইন ছিনতাই, কুমারঘাট রেলওয়ে স্টেশনের নিরাপত্তা প্রশ্নের মুখে

জনতার কলম আগরতলা প্রতিনিধি :-শনিবার আগরতলা-সিলচর এক্সপ্রেসে একটি চেইন ছিনতাইয়ের ঘটনা ঘটেছে, যা কুমারঘাট রেলওয়ে স্টেশনের যাত্রী নিরাপত্তাকে কেন্দ্র করে উদ্বেগ সৃষ্টি করেছে।

উনকোটি জেলার ওয়েস্ট দালুগাঁওয়ের বাসিন্দা কৃষ্ণা রানি শিল তাঁর পরিবারের সঙ্গে ট্রেনে ওঠার সময় অজ্ঞাত চোররা তার গলার স্বর্ণ চেইন ছিনিয়ে পালায়। এই ঘটনার প্রত্যক্ষদর্শী ছিলেন তাঁর ছেলে। তিনি রেলওয়ে পুলিশকে খুঁজতে গিয়ে স্টেশন প্রাঙ্গণে কেউ উপস্থিত না থাকার তথ্য জানান।

পরিবারের পক্ষ থেকে সিসিটিভি ফুটেজ দেখার আবেদন করা হলেও রেল কর্তৃপক্ষ জানিয়েছে, স্টেশনে ক্যামেরা থাকলেও তা সচল ছিল না। এই তথ্য প্রকাশের পর জনসাধারণের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়েছে এবং অনেকেই প্রশ্ন তুলছেন, সিসিটিভি কি কেবল প্রদর্শনের জন্যই স্থাপন করা হয়েছে?

সহযাত্রীদের মধ্যে আতঙ্ক ও উদ্বেগ দেখা দিয়েছে। তারা বলছেন, দিনদুপুরে এমন চুরির ঘটনা ঘটতে পারে, তাহলে ট্রেনে ভ্রমণ করা কি নিরাপদ? অঞ্চলের মানুষ এখন রেল কর্তৃপক্ষের প্রতি দায়বদ্ধতার দাবি জানাচ্ছেন এবং প্রশ্ন তুলছেন: “যখন সবচেয়ে বেশি সতর্কতা প্রয়োজন, তখন রেল কর্মকর্তারা কোথায়?”

Exit mobile version