জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :-অবৈধভাবে বাংলাদেশী নাগরিকদের ভারতে অনুপ্রবেশ অব্যাহত। অভিযোগ দালাল চক্রের মাধ্যমে বাংলাদেশী কতিপয় নাগরিক ভারতে প্রবেশ করছেন। তারা আগরতলা রেল স্টেশন দিয়ে দেশের বিভিন্ন রাজ্যে যাওয়ার চেষ্টা করছে। তবে ধরাও পড়ে যাচ্ছে। আগরতলা রেল স্টেশন থেকে পশ্চিমবাংলা যাওয়ার সময় মঙ্গলবার জি আর পির হাতে ফের ধরা পড়ে ৪ বাংলাদেশী নাগরিক।
অভিযোগ অবৈধভাবে তারা ভারতে প্রবেশ করে। ধৃতরা হল মোহম্মদ সহিদুল ইসলাম, আকবর আলি, মোহম্মদ মৈনুল ইসলাম ও আক্রাম হক। আগরতলা সরকারি রেল থানার ওসি তাপস দাস জানান বুধবার ধৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে বাংলাদেশী নাগরিকরা জানায় তারা পশ্চিমবাংলায় যাওয়ার জন্য রেল স্টেশনে আসে। এভাবে রেলপথ ব্যবহার করে অবৈধ অনুপ্রবেশ কারী বাংলাদেশী নাগরিকদের ক্রমাগত ধরা পড়ার ঘটনায় সীমান্তে বি এস এফের নজরদারি নিয়ে উঠছে প্রশ্ন।