জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আগরতলা রেল স্টেশন থেকে দুই বাংলাদেশি নাগরিক ও এক ভারতীয় দালাল গ্রেফতার। সোমবার জিআরপি থানা ,রেল পুলিশ, গোয়েন্দা বিভাগ এবং বিএসএফের যৌথ অভিযানে তাদের আটক করা হয়। সোমবার সন্ধ্যায় আগরতলা রেল স্টেশন থেকেই ৩৭ কেজি গাঁজাসহ ২ গাঁজা পাচারকারীকে গ্রেফতার করে পুলিশ।
সোমবার আগরতলা রেল স্টেশন থেকে দুই বাংলাদেশি নাগরিক এবং একজন ভারতীয় দালাল সহ মোট তিনজনকে গ্রেপ্তার করা হয়। আগরতলা রেল স্টেশনে জিআরপি থানার পুলিশ ,রেল পুলিশ ,গোয়েন্দা বিভাগ এবং বিএসএফের যৌথ অভিযানকালে তাদের গ্রেফতার করা হয়। ধৃত দুই বাংলাদেশি নাগরিক ের মধ্যে একজন মহিলা ভীতরা হল।আরাফাত হোসাইন এবং জিনাত এরা।উভয়ের বাড়িই বাংলাদেশের ঢাকায়।
এদের সাথে বিহারের সমষ্টিপুর জেলার বাসিন্দা শচীন কুমারকেও পুলিশ গ্রেপ্তার করে। শচীন কুমার দুই বাংলাদেশি নাগরিককে অবৈধভাবে সীমান্ত পার করিয়ে রেল যোগে বহিরাজ্যে নিয়ে যাচ্ছিল। ধৃতদের বিরুদ্ধে বিএনএস এক্ট, ইন্ডিয়ান পাসপোর্ট এক্ট এবং ফরেনার এক্টে একটি মামলা গ্রহণ করেছে আগরতলা রেলস্টেশনের জিআরপি থানার পুলিশ।ধৃতদের মঙ্গলবার পুলিশ রিমান্ডের আবেদন জানিয়ে আদালতে সুপর্দ করা হবে বলে জানান জিআরপি থানার পুলিশ আধিকারিক।
মঙ্গলবার জিআরপি থানার পুলিশ আধিকারিক আরো জানান ,সোমবার সন্ধ্যারাতে আগরতলা রেল স্টেশন থেকে দুই ড্রাগ পেডেলার কে গ্রেফতার করা হয়েছে। জিআর পি থানার পুলিশ এবং রেল পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।ধৃতদের সাথে থাকা তিনটি ব্যাগ থেকে পুলিশ মোট ৩৭ কেজি গাজা উদ্ধার করতে সক্ষম হয়েছে বলে জানান তিনি। পুলিশ আধিকারিক আরো জানান, ধৃত গাঁজা পাচারকারীদের পুলিশ রিমান্ডের আবেদন জানিয়ে মঙ্গলবার আদালতে সোপর্দ করা হবে।