জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আগরতলা রেল স্টেশনকে ব্যবহার করে ভারতের বিভিন্ন রাজ্যে অবৈধভাবে বাংলাদেশী নাগরিকদের যাওয়ার প্রবণতা ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। প্রতিনিয়ত জিআরপি ও আরপি এফের জালে ধরা পড়লেও বন্ধ হচ্ছে না বাংলাদেশী নাগরিকদের অনুপ্রবেশ। ফের আগরতলা রেল স্টেশনে ধরা পড়লো তিন মহিলা সহ চারজন বাংলাদেশী নাগরিক।
আগরতলা সরকারি রেল পুলিশ থানার ওসি তাপস দাস জানান গোপন খবরের ভিত্তিতে তাদের কাছে খবর আসে বৃহস্পতিবার কয়েকজন বাংলাদেশী নাগরিক ত্রিপুরা সুন্দরী এক্সপ্রেসে বহিঃরাজ্যে যেতে পারে। এই খবরের ভিত্তিতে রেল পুলিস অভিযানে নামেন। উত পেতে বসে থাকেন। তখনই রেল পুলিশ তিন মহিলা সহ চারজনকে দ্রুত ১ নং প্ল্যাটফর্মের দিকে যেতে দেখে সন্দেহ হয়।
তাদেরকে আটক করে জি আর পি জিজ্ঞাসাবাদ চালাতেই তারা স্বীকার করে কলকাতা ও দিল্লি যাওয়ার জন্য বাংলাদেশ থেকে এসেছে। চার জনের মধ্যে ধৃত একজন হলেন শুকলাল দেবনাথ। একজন পুরুষ সহ ধৃত চারজনকে শুক্রবার আদালতে পেশ করে আগরতলা সরকারি রেল পুলিশ। ক্রমাগত বাংলাদেশী নাগরিক আটক হওয়ার ঘটনায় সীমান্ত এলাকার নিরাপত্তা ব্যবস্থা নিয়ে উঠছে প্রশ্ন।