Site icon janatar kalam

আগরতলা পুর নিগমের অনুষ্ঠানে মিষ্টি চাওয়ায় ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার অভিযোগ বয়স্কা সাফাই কর্মীদের 

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- যাদের নিয়ে অনুষ্ঠান সেই সাফাই কর্মীদের সাথেই দুর্ব্যবহার। এমনই অভিযোগ উঠে এলো সোমবার। এদিন আগরতলা টাঊন হলে হয় সাফাই মিত্র সুরক্ষা শিবির। সেখানে পুর নিগমের মেয়র, ডেপুটি মেয়র ,কমিশনার উপস্থিত ছিলেন। সাফাই কর্মীদের স্বাস্থ্য পরিষেবা দেওয়া হয়। অভিযোগ অনুষ্ঠান শেষে গরীব সাফাই কর্মীদের মধ্যে মিষ্টি বিতরণ করা হচ্ছে।

তখন এক বয়স্ক মহিলা সাফাই কর্মী মিষ্টি চেয়েছেন বলে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয় বলে অভিযোগ। অভিযোগ দায়িত্বে থাকা কতিপয় কর্মী এই কাজ করেছেন। ঘটনায় অপমানিত বোধ করেন বয়স্ক অসহায় সাফাই কর্মী। তিনি সকলের সামনে ক্ষোভ উগরে দেন। বয়স্ক সাফাই কর্মীর সঙ্গে এ ধরণের আচরণে অনেকেই হতবাক।

Exit mobile version