জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আগরতলা ইসকন মন্দিরে রথযাত্রা ঘিরে সাড়া শহরে।o রথের দড়িতে টান দিতে এদিন কে না ছিলেন। মুখ্যমন্ত্রী সহ অতিথিরাও রথের দড়িতে টান দেন। আগরতলা ইসকন মন্দিরের রথযাত্রা নিয়ম নিষ্ঠার সঙ্গে বেশ কয়েক বছর ধরে উদযাপন করা হচ্ছে। ব্যাপক ভক্ত সমাগম ঘটে ইসকনের ঐতিহ্যবাহী রথযাত্রায়। এবছর আগরতলা ইসকন মন্দিরের রথযাত্রার বিস্তার ঘটনাও হয়েছে। আগরতলার ‘পূর্বাশা’ প্রাঙ্গনে বসেছে মেলা।
সেখান থেকেই বের হয় এবারের ইসকনের রথ। এদিন সেখানে হয় অনুষ্ঠানও। ছিলেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। পূর্বাশা প্রাঙ্গনে অনুষ্ঠানে আলোচনা করতে গিয়ে মুখ্যমন্ত্রী রথের বিভিন্ন ইতিহাস তুলে ধরেন। উনার বক্তব্যে উঠে আসে গত বছর কুমারঘাটের মর্মান্তিক ঘটনাও। আলোচনা করতে গিয়ে মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা ভক্তদের উদ্দেশ্যে আহ্বান রাখেন দেশ ও রাজ্য যাতে আরও এগিয়ে যায় সেই প্রার্থনা ভগবানের কাছে করার জন্য।
তিনি বলেন, আনন্দের উৎসব কোন রকম ঘটনা ছাড়া পালিত হলে এর চেয়ে সুখের আর কিছু হতে পারে না।অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ছাড়াও ছিলেন মন্ত্রী টিঙ্কু রায়, সমাজসেবী রাজীব ভট্টাচার্য, টি আই ডি সির চেয়ারম্যান নবাদুল বণিক, পশ্চিম জেলার জেলা শাসক সহ বিশিষ্টজনেরা। অনুষ্ঠানে হাজার ভক্ত সমাগম হয়। রথের দড়িতে টান দিতে লোকজন বিভিন্ন জায়গা থেকে ভিড় করেন সেখানে রাস্তায়।
দড়িতে টান দেন মুখ্যমন্ত্রী সহ অতিথিরা। সেখান থেকে জগন্নাথ বলরাম ও শুভদ্রাকে নিয়ে বের হয় রথ। শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে।ফের ফিরে আসে। রথযাত্রাকে কেন্দ্র করে উৎসাহ লক্ষ্য করা যায় লোকজনের মধ্যে। পূর্বাশা প্রাঙ্গণে সাতদিন হবে বিভিন্ন অনুষ্ঠান। সকাল থেকেই শুরু হবে কর্মসূচী। মেলাও বসে।