Site icon janatar kalam

অহংকার করি না, আমি ঘৃণা ছড়াই না, আমার কাছে এটাই হিন্দু ধর্ম : রাহুল 

জনতার কলম ওয়েবডেস্ক :- নাগাল্যান্ড থেকে দিলেন বিশেষ বার্তা রাহুল । তিনি বলেন, “প্রকৃতপক্ষে ধর্মে যে বিশ্বাসী সে এর সাথে ব্যক্তিগত সম্পর্ক রাখে। সে তার জীবনে ধর্ম ব্যবহার করে।

যারা ধর্মের সাথে জনসাধারণের সম্পর্ক রাখে, তারা এর সুযোগ নেওয়ার চেষ্টা করে। আমি আমার ধর্মের সুবিধা নেওয়ার চেষ্টা করি না, আমার কোনও স্বার্থ নেই। ধর্মের নীতি অনুযায়ী জীবনযাপন করার চেষ্টা করি। আমি মানুষের সাথে সুন্দর আচরণ করি এবং তাদের সম্মান করি।

আমাকে কিছু বললে আমি অহংকার করে জবাব দিই না, আমি তাদের কথা শুনি। আমি ঘৃণা ছড়াই না। আমার কাছে এটাই হিন্দু ধর্ম। আমি জীবনে এটি অনুসরণ করি। কিন্তু আমার শার্টের উপরে এটা পরে ঘোরার কোনো দরকার নেই। যারা এটা বিশ্বাস করে না তাদের শার্টের উপরে পরতে হবে”।

Exit mobile version