Site icon janatar kalam

অস্ট্রেলিয়া সফরে ভারতের নতুন ওডিআই অধিনায়ক শুবমন গিল, রোহিত শর্মার স্থলাভিষিক্ত

জনতার কলম ওয়েবডেস্ক :- আসন্ন অস্ট্রেলিয়া সফরে তিন ম্যাচের ওডিআই সিরিজের জন্য ভারতের নতুন অধিনায়ক হিসেবে শুবমন গিলকে নিয়োগ দিল বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। রোহিত শর্মার পরিবর্তে নেতৃত্বের দায়িত্ব নিচ্ছেন ২৬ বছর বয়সি এই ব্যাটার। এই সিরিজের মাধ্যমে ওডিআই দলে অধিনায়ক হিসেবে গিলের অভিষেক ঘটছে। এর আগে তিনি টেস্ট ও টি–টোয়েন্টি ফরম্যাটে ভারতের নেতৃত্ব দিয়েছেন।

বিসিসিআই একই সঙ্গে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওডিআই সিরিজ শেষে অনুষ্ঠিতব্য পাঁচ ম্যাচের টি–টোয়েন্টি সিরিজের জন্যও ভারতীয় দল ঘোষণা করেছে।

রোহিত শর্মা অধিনায়কের পদ থেকে সরে দাঁড়ালেও তিনি ওডিআই দলে থাকছেন এবং অভিজ্ঞ ব্যাটার বিরাট কোহলির সঙ্গে ফের জাতীয় দলে ফিরছেন। মার্চ মাসে অনুষ্ঠিত চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালের পর এই প্রথম একসঙ্গে ভারতের জার্সিতে মাঠে নামবেন রোহিত ও কোহলি। শ্রেয়াস আইয়ারকে এই সিরিজের ভাইস–ক্যাপ্টেন করা হয়েছে।

যদিও গিলের ওডিআই ফরম্যাটে নেতৃত্বের অভিজ্ঞতা সীমিত। তিনি লিস্ট–এ ম্যাচে মাত্র ছয়বার অধিনায়কত্ব করেছেন, যেখানে তার দল জিতেছে ৫টিতে এবং হেরেছে ১টিতে। চলতি বছরই টেস্ট অধিনায়ক হিসেবে দায়িত্ব নিয়ে ইংল্যান্ডের বিপক্ষে ২–২ ড্র করেছেন তিনি। পরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে নিজের ষষ্ঠ টেস্টে অধিনায়ক হিসেবে ইনিংস ও ১৪০ রানের জয় এনে দেন। এখন পর্যন্ত গিল ৫৫টি ওডিআই ম্যাচে ২৭৭৫ রান করেছেন এবং আটটি শতরান রয়েছে তার ঝুলিতে।

অস্ট্রেলিয়া সফরের জন্য ভারতের ওডিআই দল:

শুবমন গিল (অধিনায়ক), রোহিত শর্মা, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার (সহ–অধিনায়ক), অক্ষর প্যাটেল, কে.এল. রাহুল (উইকেটকিপার), নীতিশ কুমার রেড্ডি, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, হর্ষিত রানা, মহম্মদ সিরাজ, অর্শদীপ সিং, প্রসিদ্ধ কৃষ্ণা, ধ্রুব জুরেল (উইকেটকিপার), যশস্বী জয়সওয়াল।

Exit mobile version