Site icon janatar kalam

অর্থ দপ্তরের উদ্যোগে উদযাপিত হল ন্যাশনাল পেনশন সিস্টেম দিবস

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- বুধবার আগরতলার প্রজ্ঞা ভবনে অর্থ দপ্তরের উদ্যোগে উদযাপিত হল ন্যাশনাল পেনশন সিস্টেম দিবস অর্থাৎ NPS দিবস। বুধবার আগরতলার প্রজ্ঞা ভবনে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দপ্তরের সচিব অপূর্ব রায়, অতিরিক্ত সচিব অকিঞ্চন সরকার, এনপিএস এর রাজ্য নোডাল অফিসার বি ডার্লংসহ অন্যান্যরা। অর্থ দপ্তরের সচিব অপূর্ব রায় তার বক্তব্যে এই প্রকল্পের সুফলগুলি তুলে ধরেন। তিনি বলেন, এটা অত্যন্ত নিরাপদ প্রকল্প। পাশাপাশি এই প্রকল্পের বৈশিস্ট্য গুলি তুলে ধরে এর বিভিন্ন দিক এদিন তিনি তার বক্তব্যে তুলে ধরেন। প্রসঙ্গত কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে চালু করা হয়েছিল ন্যাশনাল পেনশন সিস্টেম প্রকল্প । মূলত সরকারি কর্মীদের জন্যই এই প্রকল্প চালু করা হলেও পড়ে তা বেসরকারি প্রতিষ্ঠানের কর্মীদের জন্যও চালু করা হয়। এমন কি যে কোন ভারতীয় নাগরিক ১৮ থেকে ৭০ বছরের মধ্যে এর সাথে যুক্ত হতে পারেন বলে এদিন বক্তাদের আলোচনায় উঠে আসে।

Exit mobile version