Site icon janatar kalam

অমিত শাহের হাত ধরে বিজেপি রাজ্য দপ্তরের নতুন ভবনের শিলান্যাস হবে ২২ ডিসেম্বর, এলাকা পরিদর্শনে মন্ত্রী টিংকু রায়

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রাজধানীর ভিআইপি রোডের নতুন নগর এলাকায় বিজেপি রাজ্য দপ্তরের নতুন ভবনের শিলান্যাস হবে ২২ ডিসেম্বর। এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বৃহস্পতিবার সংশ্লিষ্ট এলাকাটি পরিদর্শন করেন মন্ত্রী টিংকু রায়।মন্ত্রীর সাথে ছিলেন এসপিজি আধিকারিক।

ভিয়াইপি রোডের পাশে অবস্হিত নতুন নগর এলাকায় বিজেপির নতুন রাজ্য দপ্তরের নতুন ভবন নিমান করা হচ্ছে। আগামী ২২ ডিসেম্বর বিজেপির নতুন কার্যালয়ের শিলান্যাস করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। প্রায় দুই কানি জমির উপর গড়ে তোলা হচ্ছে বিজেপির রাজ্য কার্যালয় ।বৃহস্পতিবার নতুন নগরের সংশ্লিষ্ট এলাকা পরিদর্শনে যান মন্ত্রী টিংকু রায়।

মন্ত্রী টিংকু রায়ের উপরেই এই অনুষ্ঠানের যাবতীয় দায়িত্ব অর্পণ করেছে দল। সংশ্লিষ্ট এলাকা পরিদর্শনকালে মন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে থাকা এসপিজি আধিকারিক। এছাড়া ছিলেন রাজ্য পুলিশ এবং সিআরপিএফ আধিকারিকরা। এদিন সংশ্লিষ্ট এলাকা পরিদর্শন শেষে মন্ত্রী টিঙ্কু রায় জানান, নতুন কার্যালয়ের শিলান্যাসের আগে ভূমি পূজা অনুষ্ঠিত হবে।

ভূমি পূজোয় অংশ নেবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ।অনুষ্ঠানে উপস্থিত থাকবেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা ,রাজ্য বিজেপি সভাপতি তথা রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য সহ রাজ্য বিজেপির বলিষ্ঠ নেতৃবৃন্দ। মন্ত্রী টিংকু রায় আরো জানান , G+4 ক্যাটাগরির নতুন ভবন থেকেই রাজ্যবাসীর জলকল্যাণে দলীয় সিদ্ধান্ত গ্রহণ করা হবে।

এদিকে জানা গেছে বিজেপির রাজ্য দপ্তরের ভূমি পূজন অনুষ্ঠান কে কেন্দ্র করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নিরাপত্তার দায়িত্বে থাকা এসপিজি আধিকারিকরা বিজেপি রাজ্য নেতৃবৃন্দকে কিছু নির্দেশিকা দিয়েছেন। আধিকারিকরা জানিয়েছেন, নতুননগরের সংশ্লিষ্ট অনুষ্ঠানে পাঁচ হাজারের বেশি জনগণের উপস্থিতি থাকা চলবে না। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর নিরাপত্তার কথা চিন্তা করেই এসপিজি কর্তৃপক্ষ এই নির্দেশিকা দিয়েছেন বলে জানা গেছে।

Exit mobile version