Site icon janatar kalam

অমিত শাহের বরখাস্তের ও ক্ষমা দাবিতে সরব হলো দক্ষিণ জেলা কংগ্রেস

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- স্বরাষ্ট্র মন্ত্রীর পদ থেকে অমিত শাহের বরখাস্তের ও ক্ষমা দাবিতে সরব হলো দক্ষিণ জেলা কংগ্রেস থেকে শুরু করে যুব কংগ্রেস। সংবিধান রচয়িতা ড :বি আর আম্বেদকরকে নিয়ে কুরুচিকর মন্তব্যের প্রতিবাদে বাবা সাহেব আম্বেদকরের সন্মান যাত্রার মধ্য দিয়ে সোচ্চার হয় কংগ্রেস। রাজ্যের অন্যান্য প্রান্তের সাথে দক্ষিণ জেলা কংগ্রেস ও যুব কংগ্রেস বাবা সাহেব আম্বেদকরের সন্মান যাত্রা সোমবার দুপুরে সংগঠিত করে বিলোনিয়াতে।

সন্মান যাত্রাটি বিলোনিয়া কংগ্রেস ভবনের সামনে থেকে শুরু হয়। জেলার বিভিন্ন প্রান্তে থেকে আগত কংগ্রেস কর্মীদের সাথে বাবা সাহেব আম্বেদকরের সন্মান যাত্রায় পা মেলান দক্ষিণ জেলা কংগ্রেস কমিটির সভাপতি মৃদুল পাটারি, যুব কংগ্রেস সভাপতি অজিতাভ মজুমদার, বিলোনিয়া ব্লক কংগ্রেস সভাপতি দেবাশীষ মজূমদার সহ অন্যান্য ব্লক কংগ্রেস সভাপতি ও এসসি কংগ্রেস কমিটির নেতা মানিক চন্দ্র দাস।

বিলোনিয়া কংগ্রেস ভবনের সামনে থেকে সংগঠিত হওয়া বাবা সাহেব আম্বেদকরের সন্মান যাত্রা শহরের বিভিন্ন পথ পরিক্রমা করার পর শেষ হয় ১ নং টিলার সামনে। সেখান থেকে তিন জনের প্রতিনিধি দল ডেপুটেশন প্রদান করে অতিরিক্ত জেলা শাসকের নিকট। স্বরাষ্ট্র মন্ত্রীকে বরখাস্ত ও প্রকাশ্য ক্ষমা চাওয়ার দাবিতে একটি স্মারক লিপি তুলে দেন। প্রতিনিধি দলে ছিলেন ব্লক কংগ্রেস সভাপতি দেবাশীষ মজুমদার যুব কংগ্রেস সভাপতি অজিতাভ মজুমদার সহ অন্যান্য নেতৃত্বরা।

Exit mobile version