জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:- এবার কুরিয়ার কোম্পানীকেও ছাড়লো না নেশা কারবারীরা। ইকম এক্সপ্রেস নামক কুরিয়ার সার্ভিস কোম্পানীর মাধ্যমে বহিরাজ্যে গাজা পাচার করছিল নেশা কারবারীরা। কিন্তু তা বিফল করেছে আর পি এফ ও জিআরপিএফের যৌথ দল।
জানা গিয়েছে আর কে নগরের কুরিয়ার কোম্পানির মাধ্যমে গাঁজাটিকে কলকাতা থেকে রেলপথে পাঠানো হচ্ছিল। এটি আগরতলা রেল স্টেশনে পৌঁছানোর পর দিল্লির সাহিল এবং পাটনার কুনাল কুমারের কাছে পাঠানোর উদ্দেশ্যে ছিল। সেই খবর আর পি এফ ও জিআরপিএফের কানে আসে গোপন সুত্রে , সেই সুত্রের উপর ভিত্তি করে আর পি এফ ও জিআরপিএফের দলটি ইকম এক্সপ্রেস নামক কুরিয়ার কোম্পানির একটি গাড়িতে তল্লাশি চালায় এবং সেখান থেকে প্রচুর পরিমাণ গাঁজা উদ্ধার হয়।
উদ্ধারকৃত গাজার পরিমান ৫৯ কেজি, যা ছয়টি কার্টুনে ২৬ প্যাকেটে লুকানো ছিল। যার বাজার মুল্য আনুমানিক ৬ লাখ টাকা। এদিন এক অভিযানকারীর দলের এক পুলিশ কর্মী সংবাদ মাধ্যমকে জানান এ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে কুরিয়ার কোম্পানির ম্যানেজারসহ তিনজনকে আটক করা হয়েছে। তাদেরকে জিজ্ঞাসাবাদ চালিয়ে তাদের সাথে আর কেউ জড়িত রয়েছে কিনা সে বিষয়ে অবগত হয়ে অভিযুক্তদের বিরূদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানান।