জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- নিজ বাড়িতে এক গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য। মৃত মহিলার নাম রীনা রানী দাস। ঘটনাটি ঘটেছে নিউ ক্যাপিট্যাল কমপ্লেক্স থানাধিন দুর্জয়নগর এলাকায়। কাঠগড়ায় দীপঙ্কর দেবনাথ নামে এক যুবক। জানা গেছে এলাকার দীপঙ্কর দেবনাথ নামে এক যুবকের যাতায়াত ছিল মহিলার বাড়িতে। অভিযোগ সেই সুবাদে তাদের মধ্যে সম্পর্ক গড়ে উঠে। আরও অভিযোগ সম্প্রতি যুবকটি বধূর সঙ্গে তার ছবি সামাজিক মাধ্যমে ছেড়ে দেয়।
আর এতেই হয়তো অপমানে লোকলজ্জার ভয়ে শুক্রবার নিজ শ্বশুর বাড়িতে আত্মহত্যা করেন বধূ রিনা। সঙ্গে সঙ্গে বধূকে জিবি হাসপাতালে আনা হলেও কোন শেষ রক্ষা হয়নি। চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়ায়। এদিকে ঘটনার খবর পেয়ে জিবিতে ছুটে আসেন বধূর পরিজনেরা। তারা কান্নায় ভেঙে পড়েন।