জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- মানব পাচারের করিডোরে কি পরিণত হয়ে যাচ্ছে ত্রিপুরা। ফের এই প্রশ্নের উঁকি দিল। ভারতের বিভিন্ন রাজ্যে যাওয়ার পথে আগরতলা রেলস্টেশনে প্রায় প্রতিদিন ধরা পড়ছে অবৈধভাবে ভারতে প্রবেশ করা বাংলাদেশী নাগরিক। অভিযোগ দালাল চক্রের মাধ্যমে তারা ভারতে প্রবেশ করছে।
ফের আগরতলা সরকারি রেল থানার পুলিসের হাতে আটক ১১ জন বাংলাদেশী নাগরিক।তাদের মধ্যে ৫ জন মহিলা। অভিযোগ অবৈধভাবে তারা দালালের মাধ্যমে ভারতে আসে। আগরতলা রেলস্টেশন দিয়ে ভারতের বিভিন্ন রাজ্যে যাওয়ার জন্য আসে।
শনিবার বিকেলে আগরতলা সরকারি রেল পুলিসের হাতে ধরা পড়ে তারা।গোপন খবরের ভিত্তিতে অভিযানে আসে এই সাফল্য। ধৃতদের জিজ্ঞাসাবাদ চালায় পুলিস। রবিবার রিমান্ডের আবেদন জানিয়ে আদালতে সোপর্দ করে জি আর পি। ক্রমাগত বাংলাদেশী নাগরিক ধরা পড়ার ঘটনায় চাঞ্চল্য ছড়াচ্ছে।