janatar kalam Home রাজ্য ফলাফল প্রকাশের দাবিতে পরীক্ষার্থীদের বিক্ষোভ
রাজ্য শিক্ষা

ফলাফল প্রকাশের দাবিতে পরীক্ষার্থীদের বিক্ষোভ

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ২০২২ সালে এসটিজিটি পরীক্ষা নেওয়া হয়েছে। আশ্চর্যের বিষয় এক বছর অতিক্রান্ত হয়ে গেলেও এখনো পরীক্ষার রেজাল্ট জানানো হয়নি। এ নিয়ে শিক্ষা দপ্তরের সামনে বিক্ষোভ প্রদর্শন করছে এসটিজিটি পরীক্ষার্থীরা। তাদের অভিযোগ সরকার বিভিন্ন তালবাহানা দেখিয়ে পরীক্ষার্থীদের ফলাফল প্রকাশ করছে না। সরকারি তালবাহানা পরীক্ষায় উত্তীর্ণ হয়েও চাকরি থেকে বঞ্চিত এসটিজিটি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ারা।

সরকারের কাছে বারবার দাবি জানিয়েও কোন ফল হচ্ছে না। সরকার হাইকোর্টে মামলা চলছে বলে ভুয়া খবর প্রচার করে দিয়েছে। বর্তমানে পরীক্ষার্থীরা চাইছে অবিলম্বে যাতে তাদের ফলাফল প্রকাশিত হয়। নতুবা আগামী দিনে বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হবে তারা।

 

 

Exit mobile version