Site icon janatar kalam

মদের লাইসেন্স দেওয়ার নামে প্রতারণা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:-
প্রতারণা করার জন্য প্রতারকদের ছলের কোন অভাব হয়না। হাজারো মিথ্যা কথা এবং ভুলভাল বক্তব্যে তারা তাদের ফাঁদ পাতে এবং এই ফাঁদের জালে নিরীহ লোকগুলোকে ফাঁসিয়ে তাদের কাছ থেকে এই প্রতারকরা আদায় করে নেয় লক্ষ লক্ষ টাকা। এমনই এক ক্লাসিক প্রতারকের নাম রুপঙ্কর কর। আগরতলা বড়দোয়ালী আমাদের ক্লাব সংলগ্ন এলাকায় তার বাড়ি। ২০১৯ সালে এই রুপঙ্কর উদয়পুর রাজার বাগ এলাকার রঞ্জিত দেবনাথ নামে এক ব্যক্তির সঙ্গে পরিচিত হয়। এরপরই শুরু হয় তার প্রতারণার ফাঁদ পাতার কাজ। সে বিভিন্ন ভাবে রঞ্জিত দেবনাথকে বোঝাতে সক্ষম হয় সে একজন মস্ত বড় কেউকেটা লোক। সে ইচ্ছে করলে মদের দোকানের লাইসেন্স বের করে দিতে পারে। তার কথা বিশ্বাস করে মদের দোকান দেবার প্রলোভনের ফাঁদে পড়ে যায় রঞ্জিত। রুপঙ্কর জানিয়ে দেয় ৪০ লক্ষ টাকা দিলে সে মদের দোকানের জন্য লাইসেন্স বের করে দেবে। তার কথার ফাঁদে পড়ে রঞ্জিত দেবনাথ ৩৯ লক্ষ টাকা দিয়ে দেয় রুপঙ্কর করকে। তারপরেই টাকা নিয়ে নানা ধরনের তাল বাহানা ও গরিমসি শুরু করে দেয় সে । দীর্ঘদিন অপেক্ষা করার পর মদের দোকানের লাইসেন্স না পাওয়ায়, রঞ্জিত যোগাযোগ করে রুপঙ্করের সাথে। এবার শুরু হয় রুপঙ্করের তালবাহানার নতুন খেলা। সে সব টাকা রঞ্জিতবাবুকে ফেরত দিয়ে দেবে বলে জানায়। কিন্তু সাড়ে তিন বছরের পরও এখন পর্যন্ত এক টাকাও ফেরত দেয়নি সে রঞ্জিতকে। বারবার তাগাদা দেওয়ার পরও রুপঙ্কর টাকা ফেরত না দেওয়ায় শনিবার রুপঙ্করের বড়দোয়ালীস্থিত বাড়িতে টাকার জন্য হাজির হন রঞ্জিতবাবু স্ত্রী। কিন্তু তার সাথে রুপংকরের বাড়ির লোকজন অভদ্র আচরণ করেছে এবং গালিগালাজ করে তাকে বাড়ি থেকে বের করে দিয়েছে বলে রঞ্জিতের স্ত্রীর দাবি।

Exit mobile version