Site icon janatar kalam

জিবিতে চোরের দৌরাত্ম্য উদ্বেগ-বৃদ্ধি

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:-জিবি হাসপাতালে চিকিৎসা করতে এসে টাকা-পয়সা এবং বিভিন্ন মূল্যবান সামগ্রী খোয়াচ্ছেন রোগী এবং রোগীর আত্মীয় পরিজনরা। কিছুদিন আগেও হাসপাতালে চিকিৎসা করতে এসে কয়েকজন রোগী ছিনতাইকারীদের কবলে পড়ে বেশ কিছু নগদ টাকা খুইয়েছেন। এনিয়ে জিবি হাসপাতালে প্রচন্ড বিশৃংখলা সৃষ্টি হয়। পরে হাসপাতালের বেসরকারি নিরাপত্তাকর্মী এবং পুলিশ কিছুটা সক্রিয় হলে পরপর দু’দিন ধরা পড়ে দুই চোর। কিন্তু পুলিশের এবং বেসরকারি নিরাপত্তা কর্মীদের তৎপরতায় ঢিলে পড়তেই ফের শুরু হয়েছে চুরি। রাজধানী আড়ালিয়ার বাসিন্দা গৌরাঙ্গ সাহা নামে এক ব্যক্তি নিজের চিকিৎসা করাতে জিবি হাসপাতালে ভর্তি হয়েছিলেন। নিজের মোবাইলটি তিনি রেখেছিলেন, ওয়ার্ডে নিজের কাছেই। কিন্তু তার অজান্তে তার বেড থেকে চুরি হয়ে যায় মোবাইলটি। চুরির ঘটনা টের পেতে গৌরাঙ্গ বাবু এই চুরির ঘটনা হাসপাতালে বেসরকারি নিরাপত্তাকর্মী এবং পুলিশকে জানান। কিন্তু মোবাইল উদ্ধারের ক্ষেত্রে পুলিশ উদাসীন ভূমিকা গ্রহণ করেছে বলে অভিযোগ।

Exit mobile version