জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:-
গলা কাটা অবস্থায় উদ্ধার এক যুবকের নিথর দেহ । নৃশংস ভাবে খুন করা হয় এই যুবককে । ঘটনা বিলোনিয়া থানাধীন ঋষ্যমুখের হরিপুর দাসপাড়া এলাকায়। তবে কি কারণে খুন হতে হয়েছে এই যুবককে ধোঁয়াশা থাকলেও ধারণা করা হচ্ছে অবৈধ সম্পর্কের জেরেই ঘটনা হতে পারে। ঘটনাস্থলে রয়েছে বিশাল পুলিশ বাহিনী। শুধু তাই নয় খুন কাণ্ডের রহস্য উন্মোচনের জন্য ঘটনাস্থলে নিয়ে আসা হয় ফরেনসিক দল এবং ডগ স্কোয়াডকেও। এলাকার শংকর শীলের বাড়িতে সকালে রক্তাক্ত অবস্থায় এলাকারই যুবক অভিজিৎ দেবনাথের দেহ দেখতে পেয়ে শংকর শীলের বৌদি অভিজিতের বাড়িতে খবর দেয়। তবে এই খুনের ব্যাপারে শংকর শীলের বড় ভাই ও তার বৌদি কিছুই জানে না বলে জানায়। শংকর শীলের সাথে তাদের পারিবারিক ভালো সম্পর্ক নেই। তবে গতকাল গভীর রাতেই খুন হতে পারে বলে ধারণা পুলিশ সহ এলাকাবাসীর। শংকর অভিজিৎকে খুন করেছে বলে এলাকাবাসীসহ পরিবারের লোকজন অভিযোগ। এদিকে খুন কাণ্ডের ঘটনা জনসম্মুখে উঠে আসার আগেই অভিযুক্ত সংকর পলাতক। যদিও পার্শ্ববর্তী বাড়ির লোকজন এবিষয়ে কেউ মুখ খুলতে চায়নি তাই ধোঁয়াশার সৃষ্টি হয়েছে। তবে এই খুনের ঘটনায় গোটা এলাকায় চাঞ্চল্য সৃষ্টি।