জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:-পারিবারিক হিংসার জেরে গুরুতর আহত অবস্থায় আগরতলা জিবি হাসপাতালে চিকিৎসাধীন এক গৃহবধূ। নিজের স্বামী প্রাণে মেরে ফেলার চেষ্টা করলে, কোনক্রমে পালিয়ে পুলিশের সহযোগিতায় রক্ষা পেল এই গৃহবধূ। আহত গৃহবধুর নাম পায়েল চৌহান আচার্য। অভিযোগ বাবার বাড়ি থেকে টাকা এনে দেওয়ার জন্য প্রতিনিয়তই পায়েলের উপর শারীরিক ও মানসিক নির্যাতন করে থাকে তার স্বামী। অভিযুক্ত স্বামীর নাম রাজীব আচার্য। রাজীব স্বাস্থ্য দপ্তরের অধীনে এমপি ডব্লিউ পদে সালেমায় কর্মরত। ঘটনার বিবরণে জানা যায়, আগরতলা লালবাহাদুর চৌমুনী এলাকার বাসিন্দা পায়েলের সাথে দীর্ঘ প্রায় নয় বছর আগে আমবাসার রাজীবের সামাজিকভাবে বিয়ে হয়। বিয়ের কিছুদিন পর থেকেই তার উপর শুরু হয় শারীরিক ও মানসিক নির্যাতন। প্রতিনিয়তই পায়েলের উপর আক্রমণ নামিয়ে আনে রাজিব। এর মধ্যেই সোমবার পায়েলকে প্রাণে মেরে ফেলার চেষ্টা করে সে। তখন কোন রকম বাড়ি থেকে পালিয়ে পায়েল আমবাসা থানার দারস্ত হয়। কিন্তু স্বামীর আক্রমণে পায়েল গুরুতর আহত হওয়ায় তাকে জিবি হাসপাতালে হস্তান্তর করা হয়। বর্তমানে জিবিতে চিকিৎসাধীন রয়েছে সে। চিকিৎসাধীন অবস্থায় পায়েল সংবাদমাধ্যমের প্রতিনিধিদের মুখোমুখি হয়ে জানান, তাদের একটি ছয় বছরের সন্তানও রয়েছে। বাবার বাড়ি থেকে টাকা এনে দেওয়ার জন্য বিয়ের কিছুদিন পর থেকেই তার উপর শারীরিক নির্যাতন চালিয়ে আসছে স্বামী রাজিব। তাই স্বামীর বিরুদ্ধে এখন দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায় পায়েল।