Site icon janatar kalam

জিবিতে হাতেনাতে ধৃত চোর

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:-রাজ্যের সাধারণ মানুষের চিকিৎসার অন্যতম ভরসা স্থল হল আগরতলার জিবি হাসপাতাল। প্রতিদিনই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে সাধারণ মানুষ চিকিৎসা পরিষেবা নিতে ছুটে আসেন এই হাসপাতালে। রাজ্যের দরিদ্র ও নিম্ন মধ্যবিত্ত অংশের মানুষের চিকিৎসা পরিষেবার শেষ ভরসাস্থল এখন যেন চোর চক্রের মৃগয়া ক্ষেত্রে পরিণত হয়েছে। প্রায় প্রতিদিনই হাসপাতালে ঘটছে একাধিক চুরির ঘটনা। সরকারি স্বাস্থ্যপরিসেবা নিতে এসে অনেকেই একরাশ হতাশা নিয়ে ঘরে ফিরছেন। প্রায় সময়ই ঘটে চলেছে চুরির ঘটনা। এতে করে চিকিৎসা পরিষেবা নিতে এসে নিরাপত্তাহীনতায় ভুগছেন রোগী ও তার নিকট আত্মীয়রা। এক্ষেত্রে আবার বারবার হাসপাতালে নিরাপত্তার রক্ষার কাজে নিযুক্ত কর্মীদের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্নও।এর মধ্যেই সোমবার দুপুরে চুরি করতে এসে হাতেনাতে ধরা পরল এক যুবক। ধৃত যুবকের নাম বাচ্চু মিয়া। বয়স ৩২ বছর। জনৈক ব্যক্তির পকেট থেকে টাকা চুরি করতে গিয়ে এদিন হাতেনাতে ধরা পরল বাচ্চু। পরে প্রত্যক্ষদর্শীরা তাকে বেধরক প্রহার করে হাসপাতালের বেসরকারি নিরাপত্তা কর্মীদের হাতে তুলে দেয়। উত্তেজিত জনতার মারে রক্তাক্ত হয় বাচ্চু। তার বাড়ি মনুতে। প্রকাশ্যে দিবালোকে টাকা চুরি করতে গিয়ে যুবক ধরা পড়ার ঘটনায় স্বাভাবিকভাবেই চাঞ্চল্য দেখা দেয় গোটা হাসপাতাল চত্বরে।

Exit mobile version