Site icon janatar kalam

গভীর জঙ্গল থেকে জোড়া মৃতদেহ উদ্ধার

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:- নৃশংস হত্যাকাণ্ড। জোড়া মৃতদেহ পাওয়া গেল এবার বোধজংনগর থানা এলাকার বৃন্দা মুড়ায়। নিহত ২ যুবকের বয়স আনুমানিক ৩০ থেকে ৩৫ বছর। হাত-পা বাঁধা অবস্থায় খুন করে তাদেরকে কিছুটা টেনে এনে জঙ্গলে ঝোপের ভিতর ফেলে রাখা হয়েছিল। রবিবার আনুমানিক বেলা সাড়ে বারোটা নাগাদ স্থানীয় লোকজনের নজরে পড়ে মৃতদেহ দুটি। খবর যায় বোধজং নগর থানায়। ঘটনাস্থলে পৌঁছায় বিশাল পুলিশবাহিনী। প্রাথমিক তদন্ত শেষ করে দেহ দুটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে পুলিশ। নিহত দুই যুবকের পরিচয় উদ্ধারের চেষ্টায় নেমেছে পুলিশ। এই বোধজং নগর থানাধীন দুর্গা চৌধুরীপাড়া একসময় নানাবিধ অপকর্মের কারণে যথেষ্ট দুর্নাম কামিয়ে ছিল। প্রায় সময়ই এই এলাকায় খুন সহ বিভিন্ন ধরনের অপরাধ সংঘটিত করার মুক্তভূমি হয়ে উঠেছিল গোটা এলাকা।
এরমধ্যেই আবার জোড়া খুনের ঘটনায় শিরোনামে উঠে এলো এই দুর্গা চৌধুরীপাড়াটি। এলাকার নির্জন বৃন্দামুড়াতে নৃশংস ভাবে খুন হয়েছে দুই যুবক। বৃন্দামুড়া এলাকাতে জঙ্গলের ভিতরে ঝোপের পাশে পাশাপাশি পড়েছিল মৃতদেহ দুটি। পুলিশের অনুমান দিন দুয়েক আগে খুন করা হয়েছে এই দুই যুবককে। খুনের পর তাদের হাত পা বাধা অবস্থায় অকুস্থল থেকে তাদের টেনে এনে ঝোপের ভেতর ফেলে দেওয়া হয়েছে। দেহ দুটিকে পুড়িয়ে প্রমাণ লোপাটের চেষ্টায় ছিল খুনিরা। একজনের মুখ বিকৃতি করার চেষ্টা করা হয়েছে এসিড ঢেলে। তবে খুনের মোডাস অপারেন্ডি কি সেটা এখনো পরিষ্কারভাবে পুলিশের সামনে উঠে আসেনি। এদিন এলাকার কয়েকজনের প্রথম চোখে পড়ে ২ যুবকের মৃতদেহ। ঝোপের ভেতরে দুই যুবকের মৃতদেহ পড়ে আছে দেখে চিৎকার-চেঁচামেচি শুরু করে তারা। চিৎকার শুনে কিছু স্থানীয় মানুষজন বেরিয়ে আসে। খবর দেওয়া হয় বোধজং নগর থানায়। তবে স্থানীয় বাসিন্দাদের অভিমত মৃত যুবকদের আগে এই পাড়ায় দেখা যায়নি। তারা দুর্গা চৌধুরী পাড়ার বাসিন্দা নন।
এদিকে জোড়া লাশ পাওয়া গেছে খবর পেয়ে কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছে যায় থানার ওসিসহ বিশাল পুলিশবাহিনী। হত্যাকাণ্ডের নৃসংসতা দেখে বোধজং নগর থানার ওসি খবর দেন এসডিপিও কে। খবর পেয়ে ছুটে আসেন পারমিতা পান্ডে। শুরু হয় পুলিশের প্রাথমিক তদন্ত। প্রাথমিক তদন্তে দেখা গেছে দুই যুবকেরই হাত-পা বাঁধা ছিল। একজনের মুখাবয়ব ঠিক ঠাক থাকলেও অ্যাসিড ঢালার কারণে অন্যজনের চেহারা বিকৃতি ঘটে । পুলিশ প্রাথমিকভাবে একটি সুয়োমোটো মামলা নিয়ে মৃতদেহ পরিচয় খোঁজার চেষ্টা শুরু করেছে। এদিকে অনেকেই মনে করছেন এই খুনের পেছনে গভীর রহস্য লুকিয়ে রয়েছে। সুষ্ঠু তদন্ত হলে এই জোড়া খুনের পেছনে লুকিয়ে থাকা রহস্য সামনে চলে আসবে। তবে সবার আগে দরকার মৃত্যু দুই যুবকের পরিচয় উদ্ধার করা।

Exit mobile version