জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:-
ভাড়াটিয়া বাড়িতে সৎ বাবার হাতে শ্লীলতাহানির শিকার ১২ বছরের এক নাবালিকা। এমনটাই অভিযোগ এনে অভিযুক্তকে উত্তম মাধ্যম দিয়ে পুলিশের হাতে তুলে দিল স্থানীয় বাসিন্দারা। এই ঘটনাকে কেন্দ্র করে ছিঃ ছিঃ রব রাজধানী আগরতলার ভট্টপুকুর কালিটিলা এলাকায়। নির্যাতিতা নাবালিকার বক্তব্যের পরিপ্রেক্ষিতে অভিযুক্ত সৎ বাবার দৃষ্টান্তমূলক শাস্তি চাইছে এলাকাবাসী।সভ্য সমাজে আবারো অসভ্যতার ঘটনা। সৎ বাবার হাতে এবার
শ্লীলতাহানির শিকার হলেন ১২ বছরের এক নাবালিকা। চাঞ্চল্যকর এই ঘটনা রাজধানী আগরতলা শহরতলী ভট্টপুকুর কালিটিলা এলাকায়। নির্যাতিতার জবানবন্দি মূলে সৎ বাবাকে কিছু উত্তম মাধ্যম দিয়ে পুলিশের হাতে তুলে দিলেন স্থানীয় বাসিন্দারা। ঘটনার বিবরণে জানা যায়, কালিটিলা এলাকায় দীর্ঘদিন ধরেই সৎ মেয়ে ও স্ত্রীকে নিয়ে ভাড়াটিয়া থাকেন অমর নমঃ। অমরের স্ত্রী হাঁপানিয়া হাসপাতালে কাজ করেন। হাসপাতালের নিয়ম মেনে প্রায় দিনই তিনি রাতে ডিউটি করেন। আর এরই সুযোগ নেন অমর। প্রায় সময়ই সৎ মেয়েকে ভয় ভীতি দেখিয়ে শ্লীলতাহানি
করেন বলে অমরের বিরুদ্ধে অভিযোগ। শুক্রবার রাতে মায়ের অনুপস্থিতিতে ১২ বছরের নাবালিকা মেয়েটিকে শ্লীলতাহানির চেষ্টা করে সে। তখন তার চিৎকারে ছুটে আসে এলাকাবাসী। স্থানীয়রা বিষয়টি প্রত্যক্ষ করতে পেরে অমরকে আটক করে কিছু উত্তম মাধ্যম দিয়ে রাতেই পশ্চিম আগরতলা মহিলা থানার পুলিশের হাতে তুলে দেয়। এবং দাবি জানায় নির্যাতিতা নাবালিকা মেয়ের বক্তব্য অনুযায়ী অমরের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা গ্রহণ করার। এই ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় ছি ছি রব দেখা দেয়।