জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- জামাতার হেলমেটের মারে হাসপাতালে শশুর। চাঞ্চল্যকর এই ঘটনা শহরের লেক চৌমহনী এলাকায়। এই ঘটনায় অভিযুক্ত জামাতা দেবব্রত চক্রবর্তী (৩২)র বিরুদ্ধে মামলা করবেন বলেই আহত শ্বশুর জানিয়েছেন। জানা যায় চার বছর আগে দেবব্রতর সঙ্গে লেইক চমুহনি এলাকার সুস্মিতা দেবনাথের বিয়ে হয়েছিল। বিয়ের পর প্রতি রাতে মদ খেয়ে সুস্মিতার উপর অত্যাচার করে দেবব্রত। এই অত্যাচারের জন্য বহুবার মীমাংসাও হয়েছে। এর পর সুস্মিতা কে লাঞ্ছনা দেওয়া শেষ হয়নি তার স্বামীর। বুধবার মেয়ে এবং তার স্বামীকে ঘর যাত্রার জন্য নেমন্তন্ন করেছিলেন দেবব্রত শ্বশুর। শুক্রবার ঘর যাত্রা হওয়ার কথা রয়েছে। এ নিয়ে সুস্মিতার মা তার এক কাকাতো বোনের স্বামীকে নেমন্তন্ন করতে ফোন করেন। দুজনের ফোনে কথা চলার সময় দেবব্রত কয়েকবারই তার শাশুড়ির মোবাইলে ফোন করেন। ফোন ব্যস্ত থাকায় আর কথা হয়নি দেবব্রত সঙ্গে তার শ্বাশুড়ীর। এই ঘটনায় উত্তেজিত হয়ে পড়ে দেবব্রত। রাতে মদ্যপ অবস্থায় শ্বশুরবাড়িতে এসেই সবাইকে গালিগালাজ শুরু করে দেয়। শেষ পর্যন্ত মাথা থেকে হেলমেট খুলে শশুরের মাথায় দুবার আঘাত করে। মাথা ফেটে রক্ত ঝরতে থাকলে সুস্মিতা তার বাবাকে হাসপাতালে নিয়ে যায়। এ ঘটনায় চাঞ্চল্য তৈরি হয়েছে।