Site icon janatar kalam

হাসপাতাল চত্বর থেকে চুরি গেল নগদ টাকা, হাসপাতালের সুরক্ষা ব্যবস্থা নিয়ে অভিযোগ রোগীর আত্মীয়ের

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- চিকিৎসা গাফিলতির পাশাপাশি নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠলো রাজ্যের প্রধান রেফারেল হাসপাতাল জিবির বিরুদ্ধে। ঘটনা সুত্রে জানা যায় জিবি হাসপাতালে চিকিৎসা করতে আসা উদয়পুর এলাকার সুজাতা চক্রবর্তী নামে এক গৃহবধূ তার বোনকে জিবি হাসপাতালে নিয়ে আসে চিকিৎসা করানোর জন্য। যথারীতিভাবে লাইনে দাড়িয়ে কাটেন টিকেটও। তারপর ওষুধের দোকানে ঔষধ কিনতে গিয়ে তিনি টের পান যে তার ব্যাগ থেকে ৫০০০ টাকা চুরি করে নিয়ে গিয়েছে চোরের দল। তারপর ওই গৃহবধূ সেখানে কর্মরত পুলিশ কর্মীদের এবং বেসরকারি নিরাপত্তাকর্মীদের বিষয়টি জানান। কিন্তু তাদের কাছ থেকে কোনো ধরনের সহযোগিতা পায়নি বলেই ওই গৃহবধূ জানান। চিকিৎসা করতে আসা ওই গৃহবধূ ৫০০০ টাকা হারিয়ে হাসপাতালে কান্নায় ভেঙ্গে পড়ে। প্রতিনিয়ত এই ধরনের চুরির ঘটনা সংঘটিত হয় জিবি হাসপাতাল নিরাপত্তা নিয়ে প্রশ্ন তোলেন ওই গৃহবধূ। রাজধানীর প্রধান হাসপাতাল জিবির বিরুদ্ধে নিত্যদিনই এ ধরনের কোন না কোন অভিযোগ রয়েছে, তা সত্ত্বেও কেন হাসপাতাল কর্তৃপক্ষ এবং রাজ্য সরকার এ বিষয়ে কেন কোন প্রকার পদক্ষেপ নিচ্ছে না তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে শুভবুদ্ধি সম্পন্ন মানুষদের মধ্যে।

Exit mobile version