জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :-
স্টেট ব্যাংকে টাকা রেখে প্রতারণার শিকার এক ব্যবসায়ী। বৃহস্পতিবার এমনই একটি অভিযোগ সামনে এসেছে। জানা যায় ধলেশ্বর এলাকার বাসিন্দা নবেন্দু সাহা নামে এক ব্যবসায়ী ২০২১ সালে মঠচৌমুহনীস্থিত স্টেট ব্যাংকের এমবিবি কলেজ ব্রাঞ্চে আড়াই লক্ষ লক্ষ টাকা ফিক্সড ডিপোজিট করেছিলেন। গত ২২ শে জুলাই সেই টাকা ম্যাচুরুড হওয়ার পর নবেন্দু সাহা সে টাকা তুলতে যান। তখন ব্যাংক থেকে জানিয়ে দেওয়া হয় তার একাউন্টে টাকা নেই। জানানো হয় লোন বাবদ এক লক্ষ ৯০ হাজার টাকা কেটে নেওয়া হয়েছে। তিনি জানান এই ব্যাংক থেকে তিনি কোন সময় লোন নেননি। পরে ব্যাংক থেকে আরো জানানো হয় নবেন্দু সাহার একাউন্ট থেকে অনলাইনে লোণ নেওয়া হয়েছে। কোন ফ্রড কোম্পানি নাকি উনার এই একাউন্ট থেকে এই টাকা লোণ নিয়েছে। এই কথা শুনে মাথায় হাত ব্যবসায়ীর। ব্যবসায়ির ভাই জানান সঙ্গে সঙ্গে তিনি ছুটে যান পূর্ব থানায়। এই বিষয়ে একটি অভিযোগ দায়ের করেন। পুলিশ এসে ব্যাংক থেকে প্রয়োজনীয় দস্তাবেজ নিয়ে যায়। জানা যায় ঘটনার তদন্তের জন্য পাঁচ দিনের সময় চেয়েছে পুলিশ। তবে এই বিষয় নিয়ে স্টেট ব্যাংকের তরফ থেকে নবেন্দু সাহাকে কোন ধরনের সহযোগিতা করেননি বলে অভিযোগ করেন তিনি। এতে ব্যবসায়ী নবেন্দু সাহা ও তার ভাইয়ের বক্তব্য ব্যাংক ও কি এখন সুরক্ষিত নয়। তাহলে মানুষ যাবে কোথায় এই প্রশ্ন এখন তুলতে শুরু করেছেন এরা । এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়।