জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সিরিঞ্জের নেশা অকালেই কেড়ে নিল একুশের তরতাজা যুবকের প্রাণ। নাম তার শুভঙ্কর মিত্র। বাড়ি রাজধানীর ইন্দ্রনগর এলাকায়। স্কুলে পড়াকালীন সময়েই ড্রাগসের নেশায় আসক্ত হয়েছিল শুভঙ্কর। পরিবারের লোকজন বহুবার চেষ্টা করেছিল তাকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার। কিন্তু সব চেষ্টা বৃথা ,গত চার বছর ধরে সে কখনো ইনহেলারের মাধ্যমে ড্রাগস গ্রহণ করেছে, কখনো বা ইঞ্জেকশনের সিরিঞ্জে।পরিবারের লোকজন নরসিংগড়স্থিত রিহ্যাবিলিটেশন সেন্টারে ভর্তি করিয়ে চিকিৎসা করেছিল। সেখান থেকে এনে মেন্টাল হসপিটালে চিকিৎসা করেছিল অনেক দিন। কিন্তু ড্রাগসের যমরাজ কিছুতেই যেন পিছু ছাড়ছিল না শুভঙ্করের। বাড়ি ঘরের স্বাভাবিক জীবন ছেড়ে দিয়ে শেষ পর্যন্ত রাস্তায় জীবন কাটানো শুরু করে দিয়েছিল সে। গত শুক্রবার অসুস্থতা দেখে বাড়ির লোকজন তাকে গৃহবন্দী করেছিল। কিন্তু শেষ রক্ষা হয়নি ,ফাঁকি দিল শুভঙ্কর। বাবা, ছেলের এই অকাল মৃত্যু দেখে হতবিহবল হয়ে পড়েছে।