Site icon janatar kalam

আগরতলা থেকে শিলচরগামী রেলে অভিযান চালিয়ে ছয় বাংলাদেশি গ্রেপ্তার

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :-
সাত দিনের মধ্যে ফের আগরতলা রেল স্টেশন থেকে বাংলাদেশি নাগরিক আটক। গ্রেফতার এক সহযোগী অটোচালক ।ঘটনা শনিবার সকালে। ধৃত বাংলাদেশিরা সবাই ট্রান্সজেন্ডার ,অর্থাৎ হিজড়া ।এদিন একটি অটো করে তারা আগরতলা রেল স্টেশনে আসে ।অটোচালক তাদের জন্য আগরতলা শিলচরগামী ট্রেনের টিকিট কেটে দেয় ।বিষয়টি দেখে সন্দেহ হয় আগরতলা রেল স্টেশনের জিআরপি থানার পুলিশের ।পরে পুলিশ আগরতলা শিলচরগামী ট্রেনে তল্লাশি অভিযান চালায়। অভিযান কালে ৬ জন বাংলাদেশী হিজড়াকে আটক করে ।পাশাপাশি তাদের সহযোগী সংশ্লিষ্ট এক অটোচালককে গ্রেফতার করে পুলিশ ।ধৃত অটোচালকের নাম সংকর সাহা ।এই সংবাদ দিয়ে জিআরপি থানার পুলিশ আধিকারিক জানান ,ধৃতরা সবাই কসবা কালিবাড়ি সংলগ্ন সীমানা দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করে। সেখান থেকে শিলচর গামী ট্রেনে চাপার উদ্দেশ্যে রেল স্টেশনে আসে ।গোটা ঘটনার তদন্ত শুরু করেছে রেল পুলিশ। এদিন জিআরপি থানার পুলিশ আধিকারিক আরো জানান , ধৃতদের বাড়ি যথাখ্রমে বাংলাদেশের নবাবগঞ্জ, মিরপুর, কক্সবাজার ,ব্রাহ্মণবাড়িয়া, বগুড়া এবং গাজীপুর এলাকায় ।মূলত কাজের উদ্দেশ্যে দিল্লি যাওয়ার লক্ষ্যেই তাদের এই অবৈধ অনুপ্রবেশ ।উল্লেখ্য সাত দিন আগে গোপন সংবাদের ভিত্তিতে আগরতলা রেলস্টেশন থেকেই সাতজন রোহিঙ্গা অনুপ্রবেশকারীকে গ্রেফতার করেছিল জিআরপি থানার পুলিশ ।ধৃতরা সকলেই বাংলাদেশের রোহিঙ্গা শরণার্থী শিবির থেকে পালিয়ে অবৈধভাবে সীমানা অতিক্রম করে ভারতের ত্রিপুরায় প্রবেশ করে, ।সাত দিনের মধ্যে দ্বিতীয়বার এই ধরনের অবৈধ অনুপ্রবেশের ঘটনায় সীমান্তে বিএসএফের ভূমিকা নিয়ে বিভিন্ন প্রশ্ন উঠতে শুরু করেছে।

Exit mobile version