Site icon janatar kalam

সদর মহকুমা প্রশাসনের পক্ষ থেকে শনিবার জিবি বাজার পরিদর্শনে এক দোকান বন্ধ

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :-
সদর মহকুমা প্রশাসনের পক্ষ থেকে শনিবার জিবি বাজার পরিদর্শণ করা হয় । বিভিন্ন গ্রসারি শপ, হোটেল রেস্টুরেন্ট এবং সবজি বাজারে অভিযান চালান প্রশাসনের কর্তা ব্যক্তিরা। অভিযান কালে নির্মলা স্টোর্স থেকে প্রচুর মেয়াদোত্তীর্ণ মশলা বাজেয়াপ্ত করা হয়। এদিকে দোকানের ডিসপ্লে বোর্ডে স্টক এবং দামও লেখা ছিল না। দোকানের মালিক মনোরঞ্জন দেবনাথ প্রয়োজনীয় কাগজপত্রও দেখাতে পারেননি। এই অবস্থায় সঙ্গে সঙ্গেই দোকানটি বন্ধ করে দেওয়া হয়। এছাড়া কাগজপত্র এবং হিসাবে গরমিল থাকায় সঞ্জয় দেবের দোকান সাময়িক কালের জন্য বন্ধ করে দেয়া হয়। পাশাপাশি একই অভিযোগ বাসনা ভান্ডার নামের দোকানটিও সাময়িক কালের জন্য বন্ধ করে দেওয়া হয়। গোটা অভিযান সম্পর্কে বিস্তারিত জানান সদর ফুড এসডিসি প্রদীপ কুমার ভোমিক। সদর মহকুমা শাসকের পক্ষ থেকে তিন জনকে নোটিশ দেওয়া হবে। এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলে জানান আধিকারিকরা। অভিযানে অন্যান্যদের মধ্যে ছিলেন অ্যাসিস্ট্যান্ট কন্ট্রোলার ,লিগাল মেট্রলজি রামপ্রসাদ চৌধুরী, মুখ্য খাদ্য পরিদর্শক শর্মিষ্ঠা দাস এবং দেবজ্যোতি চক্রবর্তী। এ ধরণের অভিযান জারী থাকবে বলে অধিকারী রা জানিয়েছেন।

Exit mobile version