Site icon janatar kalam

ছয় সন্তানের জনকের মৃতদেহ উদ্ধার পুকুর থেকে

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- পুকুর থেকে উদ্ধার হল ৬ সন্তানের জনকের মৃতদেহ। পুলিশ সন্দেহজনক ভাবে দুজনকে গ্রেফতার করেছে। জলে ডুবে মৃত্যু নাকি হত্যাকাণ্ড এ নিয়ে চলছে জল্পনা ও তদন্ত। সন্ধারাতে পুকুর থেকে উদ্ধার ৬ সন্তানের জনকের রক্তাক্ত মৃতদেহ। বামুটিয়া পুলিশ ফাঁড়ির অন্তর্গত জলিলপুর রঞ্জিত দাস নামে এক ব্যাক্তির পুকুর থেকে ৩২ বছরের যুবক টিংকু দাসের মৃতদেহ উদ্ধার হয়। জানা যায় টিংকু দাস রবিবার দুপুর ১টা নাগাদ বাড়ি থেকে বের হয়ে আর বাড়ি ফিরেনি। স্থানীয় আশা রানী দাস নামে একজন প্রতক্ষ্যদর্শী জানায় টিংকু দাস বিকাল ৩টা নাগাদ রঞ্জিত দাসের পুকুরে স্নান করছিলেন এবং সেই পুকুর থেকেই সন্ধা ৬টা নাগাদ টিংকু দাসের রক্তাক্ত মৃতদেহ উদ্ধার হয়।এদিকে মৃত টিংকু দাসের ৬ জন ছেলে মেয়ে রয়েছে, যার মধ্যে ১ জন ছেলে ৫জন মেয়ে।মৃত টিংকু দাসের শরীরে একাধিক আঘাতের দাগ রয়েছে ,এ নিয়ে মৃতের পরিবার খুনের অভিযোগ করেন।
এই বিষয়ে বামুটিয়া পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ সঞ্জয় দেববর্মা জানান রবিবার সন্ধ্যা নাগাদ পুলিশ খবর পায়, কিন্তু মৃত দেহ উদ্ধারের বিষয়ে স্থানীয়রা কিংবা মৃত টিংকু দাসের পরিবার প্রথমে পুলিশকে কিছু জানায়নি।পুলিশকে না জানিয়েই মৃত দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জিবি হাসপাতালে নিয়ে যান।
এদিকে ময়না তদন্তের রিপোর্ট না আসা পর্যন্ত এটা অস্পষ্ট খুন না জলে ডুবে মৃত্যু।পুলিশ গোটা বিষয়ে তদন্ত করছেন।পরবর্তী সময় মৃত টিংকু দাসের পরিবারের দেওয়া তথ্য অনুযায়ী রাতেই ২ জন সন্দেহ ভাজনকে আটক করে পুলিশ। তবে মৃত দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য বিরাজ করছে গোটা এলাকায়।

Exit mobile version