জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রেলে কাটা পড়ে মৃত্যু হল কবিতা দেববর্মা নামে এক মহিলার । ঘটনা আমবাসা রেল স্টেশনের আগে বিবেকানন্দ নগর সংলগ্ন এলাকায়। আমবাসা রেল পুলিশ জানায় সকাল নটার পর তাদের কাছে খবর আসে একটি মৃতদেহ রেল রাস্তার পাশে পড়ে রয়েছে। পুলিশ এসে দেখতে পায় মৃতদেহটি রেলে কাটা পড়েছে। তবে কখন এই ঘটনাটি ঘটেছে তা রেল পুলিশ সঠিকভাবে বলতে পারছেন না। রেল পুলিশের তরফে জানানো হয়েছে সম্পূর্ণ বিষয়টি তদন্ত করলেই জানা যাবে সঠিক তথ্য। পুলিশ এ নিয়ে একটি মামলা গ্রহণ করে তদন্ত শুরু করেছে বলে জানা যায়।