জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- শহরের আইন-শৃঙ্খলা অবনতির অভিযোগ তুলেছে প্রদেশ যুব কংগ্রেস কমিটি। বুধবার যুব কংগ্রেসের পক্ষে এক প্রতিনিধি দল ডেপুটেশনে শামিল হয়েছে সদর মহকুমা এসডিপিওর কাছে।এস ডি পি ও দেব প্রসাদ রায় প্রতিনিধি দলের কাছ থেকে অভিযোগ গ্রহণ করে শীঘ্রই পদক্ষেপ গ্রহণ করবেন বলে জানিয়েছে। প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন যুব কংগ্রেস নেতৃবৃন্দ। এদিন যুব কংগ্রেস নেতৃবৃন্দ ক্ষোভ প্রকাশ করে বলেন, দিন দুপুরে রাজধানী আগরতলা শহর থেকে অপহরণের মত ঘটনা ঘটছে। বাড়ছে চোরের উপদ্রব। এই মুহূর্তে যদি পুলিশ প্রশাসন সচেতন না হয় তবে আরও এ ধরনের ঘটনা সংঘটিত হতেই থাকবে।