রাজধানীতে উদ্ধার প্রায় দেড় কোটি টাকার ব্রাউন সুগার। গোপন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে এনসিসি থানার পুলিশ বুদ্ধমন্দির এলাকায় একটি অটো গাড়িকে আটক করে তল্লাশি চালিয়ে প্রচুর পরিমাণ ব্রাউন সুগার উদ্ধার করেছে। সঙ্গে গ্রেপ্তার করেছে চালকসহ চারজনকে। এদের মধ্যে তিন জনের বাড়ি বিহারে। জানিয়েছেন পশ্চিম জেলার পুলিশ সুপার কিরণ কুমার কে।