জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- কোর্টের রায় বাজারের বিদ্যুৎ ছিন্ন করতে গিয়ে উত্তেজিত জনতার ক্ষোভের মুখে পড়ে ফিরতে বাধ্য হয়েছে কর্মীরা। চাপা উত্তেজনা ও ক্ষোভ বিরাজ করছে এলাকায় |দীর্ঘ বছর ধরে আগরতলা সিদ্ধি আশ্রম সংলগ্ন বাজারের জায়গা নিয়ে ঝামেলা চলছিল স্থানীয় এক ব্যক্তির। সম্প্রতি কোর্টের রায় বাজারের ব্যবসায়ীদের নোটিশ দেওয়া হয়েছিল জায়গা খালি করে দেওয়ার। শেষ পর্যন্ত জায়গার প্রকৃত মালিকের সঙ্গে আলোচনার মাধ্যমে একটা সমঝোতায় এসেছিল ব্যবসায়ী ও মালিক পক্ষ। বর্তমানে ও আলোচনা চলছে বলে খবর। এলাকার জনপ্রতিনিধিরাও জায়গার মালিকের সাথে কয়েক দফায় আলোচনা করেছে। এই পরিস্থিতিতে হঠাৎই কোর্টের আরেকটি রায়ে ঘোষণা করা হয়েছিল, ১৪ মে,র মধ্যে যাতে করে বাজারের সমস্ত দোকানের বিদ্যুত ছিন্ন করা হয়। এদিকে কোর্টের রায় হাতে পেয়ে বিদ্যুৎ দপ্তর মঙ্গলবার বাজারে গিয়ে বেশ কিছু দোকানের বিদ্যুৎ ছিন্ন করে দেয়। এই পরিস্থিতিতে স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসীরা উত্তেজিত হয়ে পড়ে।বাধা সৃষ্টি করে বিদ্যুৎ দপ্তরের কর্মীদের কাজে।ফলে একপ্রকার বাধ্য হয়ে ফিরে এসেছে বিদ্যুৎ কর্মীরা। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছেছে বিশাল পুলিশ বাহিনী। পুলিশও প্রকৃত ঘটনা সত্যতা স্বীকার করেছে। অপরদিকে বাজারের ব্যবসায়ীদের অভিযোগ, তাদেরকে কোন নোটিশ ছাড়াই হঠাৎ করে বিদ্যুৎ ছিন্ন করে দিয়েছে বিদ্যুৎ কর্মীরা। একই সঙ্গে বিদ্যৎ ছিন্ন হয়ে পড়েছে গোটা গ্রামের। যার ফলে চরম সমস্যায় পড়েছে বাড়িঘরে থাকা অসুস্থ রোগী সহ ছোট ছোট ছেলেমেয়েরা। প্রসঙ্গত বিগত ৫০-৬০ বছর ধরে সিদ্ধি আশ্রম বাজারে ব্যবসা করে আসছে ছোট বড় প্রায় দেড়শ জন ব্যবসায়ী। তাদের প্রত্যেকের রুটি রুজির একমাত্র উৎস এই ব্যবসা। ফলে ব্যবসায়ীদের সঠিক পুনর্বাসন না দিয়ে জায়গা মালিকের হাতে হস্তান্তর করলে এক দুর্বিষহ জীবন যন্ত্রণার সম্মুখীন হবে বাজারের প্রায় দেড়শো জন ছোট বড় ব্যবসায়ী ও তাদের পরিবার পরিজনরা।