Site icon janatar kalam

গোপন খবরের ভিত্তিতে নেশা সামগ্রীসহ আটক এক নেশা কারবারি

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- রাজ্যে নেশার রমরমা ব্যবসা চালিয়ে যাচ্ছে অবৈধ নেশা ব্যবসায়ীরা, পুলিশ প্রশাসন যতই মজবুত পদক্ষেপ গ্রহণ করুক না কেন অবৈধ নেশা বাণিজ্য কারীদের ব্যবসা বন্ধ করতে পারছেন না। রাজ্যের সদ্য প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব নেশা মুক্ত ত্রিপুরা করার জন্য ডাক দিয়েছিলেন কিন্তু কতিপয় পুলিশ প্রশাসনের কারচুপির কারণেই নেশা বাণিজ্য বন্ধ হচ্ছে না। বুধবার গোপন সংবাদের ভিত্তিতে আমতলী থানার পুলিশ ৬ পেকেট হেরইনসহ এক নেশা ব্যবসায়ীকে গাড়িসহ আটক করে, তার নাম ওম প্রকাশ সাও বাড়ি বড়জলা মহান ক্লাব সংলগ্ন এলাকায়। আমতলি থানার ওসি সিদ্ধার্থ কর বলেন থানার কাছে গোপন সংবাদ ছিলো সেই মোতাবেক আমতলি থানার এস আই দিলিপ দাস এবং থানার পুলিশ মিলে নসকা পয়েন্টে অভিযান শুরু করেন সেই সময়ে টি আর ০১ এজি ০৮৭৯ নম্বরের গাড়িটিকে আটক করে এবং একজন গাড়ির মেকানিক দিয়েই গিয়ার বক্সের নিচের থেকে ছয় প্যাকেট হেরোইন উদ্ধার করে বলে জানান আমতলী থানার ওসি। তাকে গ্রেপতার করা হয়েছে এবং এই নেশা বাণিজ্যের সাথে আরও কারা কারা যুক্ত আছে আমতলী থানার পুলিশ তদন্ত করছে বলে জানান।

Exit mobile version