জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রাজধানীর ধলেশ্বরের একটি চা দোকান থেকে
ব্রাউন সুগার সহ গ্রেফতার করেছে দুই যুবককে |। ধৃতরা হল রাজেশ চক্রবর্তী ও দীপক দেবনাথ।গোপন সুএে খবর পেয়ে পূর্ব থানার পুলিশ ধলেশ্বর এলাকার একটি চা এর দোকানে ছুটে যায় এবং হাতেনাতে ধরে ফেলে ব্রাউন সুগার সহ দুই নেশা কারবারিকে । এ নিয়ে পূর্ব আগরতলা থানার ওসি রানা চ্যাটার্জি জানান, খুব শীঘ্রই পুলিশ নেশা কারবারের মূল চাইদের গ্রেপ্তার করতে সক্ষম হবে। ধৃত ২ নেশা কারবারিকে বৃহস্পতিবারই আদালতে তোলা হবে পুলিশ রিমান্ড চেয়ে।