Site icon janatar kalam

এসডিএমের সঙ্গে দুর্ব্যবহার আটক চালক

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- বাজারে গাড়ি থামানো নিয়ে এস ডি এমএর সঙ্গে এক গাড়ি চালকের দুর্ব্যবহারে পুলিশ গ্রেফতার করেছে গাড়ি চালককে। সংবাদে প্রকাশ, বৃহস্পতিবার সকাল ১০ টা নাগাদ বিশালগড় বাজারে যত্রতত্র গাড়ি থামানো যাবে না বলে এক চালককে জানিয়েছে এস ডি এম বিনয় ভুষণ দাস। এসডিএম এর কথা শুনে গাড়ি চালক জুটন বিশ্বাস অত্যন্ত খারাপ ব্যবহার করেছে বলে প্রত্যক্ষদর্শীদের অভিমত। সঙ্গে সঙ্গে এসডিএম বিনয়ভূষণ দাস রেগে গিয়ে পুলিশকে ডেকে পাঠায়। পুলিশ তাকে গাড়িসহ গ্রেপ্তার করে থানায় তুলে নিয়ে যায়।

Exit mobile version