জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- বিদ্যুতের ছোবলে অকালেই ঝরে গেল তরতাজা একটি প্রান। আহত হয়েছে আরও দুইজন। ঘটনা কলমচৌড়া থানাধীন পুটিয়া গ্রাম পঞ্চায়েতের ৪নং ওয়ার্ড এলাকায়।বৃহস্পতিবার ১৮ বছর বয়সি পাঁচ মাসের অন্তসত্তা গৃহবধূ জ্যোৎস্না বেগম স্নান করে উঠোনে কাপড় ছড়াতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়।ঘটনা প্রত্যক্ষ করে গৃহবধূর শ্বশুর এগিয়ে গেলে সেও বিদ্যুৎপৃষ্ট হয়ে পড়ে। এই মুহূর্তে পথ চলতি এক যুবক দৌড়ে এসে বিদ্যুতের তার থেকে গৃহবধূ ও শশুরকে ছিন্ন করতে গিয়ে সেও বিদ্যুতের তারে জড়িয়ে যায়। ভাগ্যিস বিদ্যুতের তার ছিড়ে গিয়ে ছিটকে পড়ে যায় ওই যুবক। ঘটনায় গৃহবধুর শশুর ও যুবক অল্পবিস্তার আহত হলেও শেষ রক্ষা হয়নি তার। লোকজন ছুটে এসে তিনজনকেই নিয়ে যায় নিকটবর্তী হাসপাতালে। হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেছে জ্যোৎস্না বেগমকে। বাকি দুইজন বর্তমানে সুস্থ রয়েছে বলে জানা যায়।