জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- গোপন খবর উপর ভিত্তি করে রাজধানীর উজান অভয়নগর এলাকা থেকে নেশা সামগ্রীসহ আটক এক যুবক। জানা যায় সূত্রের খবরের উপর ভিত্তি করে রাজধানীর উজান অভয়নগর এলাকায় তল্লাশি চালিয়ে স্থানীয় রঞ্জিত দেববর্মার বাড়ি থেকে লক্ষাধিক টাকার ব্রাউন সুগার সহ আটক করা হয় এলভিস দেববর্মা নামক এক যুবককে। বাড়ি লেফুঙ্গা থানাধীন মুকামপাড়া এলাকায়। অভিযুক্ত এলভিস দেববর্মার বিরুদ্ধে এন বি পি এস মামলা নথিভুক্ত করেছে এনসিসি থানা। কাল তাকে আদালতে প্রেরণ করা হবে বলে জানিয়েছেন এনসিসি থানার পুলিশ আধিকারিক।