Site icon janatar kalam

আটক দুই বাংলাদেশী চোর

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- প্রতিদিন কোথাও না কোথাও চুরি ছিনতাইয়ের ঘটনা ঘটেই চলেছে। অপর দিকে রাজ্য প্রশাসনও প্রতিনিয়ত সাফল্য পেয়ে যাচ্ছে চোর এবং চুরি যাওয়া জিনিস উদ্ধারে। মধুপুর হরিহর দোলা থেকে আবারও দুই বাংলাদেশী চোর সহ একটি বাইক উদ্ধারে সক্ষম হয় পশ্চিম থানার পুলিশ । রামনগর হরিজন কলোনী থেকে একটি বাইক চুরি করে নিয়ে যায় মোহাম্মদ জুনু মিয়া ও কালাম মিয়া নামের দুই কুখ্যাত চোর। চুরি হওয়ার ১৬ থেকে ২০ ঘন্টার মধ্যেই আটক করা হয় বাইক সহ দুই চোরকে। মধুপুর থানার পুলিশ এবং বিএস এফদের যথেষ্ট সহায়তায় এই সাফল্য আসে বলে জানান এসডিপিও দেবপ্রসাদ রায় । এস ডি পি ও জানান যে বাংলাদেশে পাচারের ক্ষেত্রে বাংলাদেশী চোরদের সাথে রাজ্যের কুখ্যাত চোরের গ্যাংও জড়িত রয়েছে। পুরো গাংটাকে জালে তোলার চেষ্টায় রয়েছে পুলিশ ।

Exit mobile version