জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আমতলী গনধর্ষণকাণ্ডে গ্রেপ্তার করা হয়েছে আরও এক যুবককে। গ্রেপ্তারকৃত যুবকের নাম জয়ন্ত রাউত। বাড়ি চারিপাড়া এলাকায়। ঘটনার পরে গা ঢাকা দিতে আসামে আত্মগোপন করেছিল সে। মঙ্গলবার বিমানে আগরতলায় পৌছায় জয়ন্ত রাউত নামের ঐ যুবক। বিমানবন্দরে পৌছতেই তাকে গ্রেফতার করেছে এয়ারপোর্ট থানার পুলিশ। পরে তাকে তুলে দেওয়া হয়েছে আমতলি থানার পুলিশের কাছে। গনধর্ষণকাণ্ডে তার অন্যতম ভুমিকা ছিল বলে জানিয়েছে পুলিশ আধিকারিক ।