জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি : জিবি হাসপাতালে মেডিক্যাল করতে আসা বিচারাধীন আসামির পালিয়ে যাওয়া চেষ্টায় জিবি চত্বরে তীব্র চাঞ্চল্য দেখা দিয়েছে। জানা যায় রিজিওনাল ভ্যান থেকে নামিয়ে হাসপাতালে নিয়ে যাওয়ার সময় পুলিশকে ধাক্কা দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে ওই কৈয়েদি। যদিও নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ ও স্থানীয় জনতার প্রচেষ্টায় পালিয়ে যেতে অক্ষম হয় ওই কৈয়েদি। শুক্রবার দুপুরে এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য দেখা দিয়েছে জিবি হাসপাতাল চত্বরে।