Site icon janatar kalam

আড়াই লক্ষ টাকার চোরাই কাঠ উদ্ধার

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- পাচারের আগেই ভেস্তে গেল ছক , লক্ষাধিক টাকার কাঠ উদ্ধার কৈলাশহরে। গোপন খবরের ভিত্তিতে বনদপ্তরের বিশেষ ইউনিটের টাস্ক ফোর্স কাঠ বোঝাই একটি গাড়ি আটক করেছে । গাড়িটি কৈলাশহরে যাওয়ার পথে ধাওয়া করে ছাগলডেমা এলাকায় আটক করে বনদপ্তরের মোবাইল ইউনিটের ইনচার্জ ফরেস্টার জগদীশ মালাকার ও রেঞ্জার ঝুমুর চন্দের নেতৃত্বে একটি টিম । তবে গাড়িটির চালক পালিয়ে যায় । আটককৃত গাড়ি সহ চোরাই কাঠের বাজার মূল্য আনুমানিক আড়াই লক্ষ টাকা হবে বলে জানিয়েছেন ফরেস্টার জগদীশ মালাকার।

Exit mobile version