জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- বাধারঘাট স্টেডিয়াম সংলগ্ন এলাকায় বোমা ফেটে গুরুতর আহত ২ নাবালক। ঘটনা শুক্রবার দুপুর নাগাদ। ঘটনার বিবরণে জানা যায়, শুক্রবার এলাকার দুটি ছেলে ওই স্থানে যায় এবং দেখতে পায় গোলাকার কিছু একটা পড়ে আছে। ওরা সেটাকে খেলার কোনো জিনিস ভেবে হাত লাগাতেই কোনো কিছু বুঝে ওঠার আগেই ঘটে বিস্ফোরণ। বোমার শব্দ পেয়ে এবং আঘাতপ্রাপ্ত দুই ছেলের চিৎকার চেঁচামেচিতে ছুটে আসে তাদের পরিবার সহ এলাকার লোকজন। সঙ্গে সঙ্গে গুরুতর আহত দুই বালককে সেখান থেকে উদ্ধার করে নিয়ে আসা হয় জিবি হাসপাতালে। এদিকে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুঁটে যায় সদর এসডিপিও আশিষ দাসগুপ্তা সহ বিশাল পুলিশ বাহিনী। তল্লাশি চালিয় বেশ কয়েকটি তাজা বোমা উদ্ধার হয়েছে বলে জানা গেছে। এখনো তল্লাশি জারি রয়েছে।