জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- শুধুমাত্র বিরোধী দল করার অপরাধে বাড়িতে বারবার হামলা করছে দুষ্কৃতিকারীরা। বুধবার রাত বারোটার সময় পূর্ব চানমারি এলাকার দেবাশীষ বর্মনের বাড়িতে হামলা করেছে দুষ্কৃতিকারীরা। নির্বাচনের ফলাফল ঘোষণার পর এ পর্যন্ত বেশ কয়েকবার হামলা হুজ্জতির শিকার হয়েছে পরিবারটি। এ নিয়ে পরিবারটির পক্ষ থেকে মামলা করা হয়েছিল নিউ ক্যাপিটাল কমপ্লেক্স থানায়। পরিতাপের বিষয় হল পুলিশ কাউকেই গ্রেপ্তার করেনি। শেষ পর্যন্ত বৃহস্পতিবার পুরো পরিবারের শিশুসহ মহিলা ও পুরুষরা নিউ ক্যাপিটাল কমপ্লেক্স থানায় এসে রীতিমত ধরনায় দাঁড়িয়েছে। তাদের সাফ বক্তব্য যতক্ষণ না পর্যন্ত আসামিদের গ্রেপ্তার করছে পুলিশ, ততক্ষণ পর্যন্ত থানার মধ্যেই ধরনায় বসে থাকবে গোটা পরিবার। সাংবাদিকদের মুখোমুখি হয়ে পরিবারের কর্তা দেবাশীষ বর্মন জানান, পুলিশ শীঘ্রই যদি আসামিদের গ্রেপ্তার না করে, তাহলে তারা দারস্থ্ হবেন রাজ্যের মুখ্যমন্ত্রীর।প্রয়োজনে মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে ধরনায় বসবে গোটা পরিবার।