জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- বাইক চুরি কান্ডে বিশাল সাফল্য পেয়েছে আমবাসা থানার পুলিশ। দুই চোরকে গ্রেফতার করে উদ্ধার করেছে সাতটি বাইক ও একটি অলটো গাড়ি। বাইক চুরি কান্ডে পুলিশের সাফল্য। গত কয়েক মাস ধরে আমবাসা মহকুমার বিভিন্ন এলাকায় বাইক চুরির ঘটনা ঘটে চলছিল। আর এইসব চুরির ঘটনার বিষয় যখন আমবাসা থানায় লিপিবদ্ধ হয়, তারপর থেকে আমবাসা থানার পুলিশ বাইকগুলি উদ্ধার এবং চোরদের ধরার জন্য তড়িঘড়ি তদন্ত শুরু করে। পুলিশের তদন্তে একের পর এক সাফল্য আসতে শুরু করেছে। বৃহস্পতিবার গন্ডাছড়া থানার পুলিশের সহযোগিতায় বাইক চুরি কান্ডে জড়িত বিমল রিয়াং নামে এক বাইক চোরকে গ্রেফতার করতে সক্ষম হয় আমবাসা থানার পুলিশ। জানা যায় বিমল রিয়াংকে গন্ডাছড়া জগবন্ধু পাড়া থেকে গ্রেফতার করে পুলিশ। পাশাপাশি চুরি যাওয়া একটি বাইক উদ্ধার করে। একই সঙ্গে চুরির কাজে ব্যবহৃত একটি আল্টু গাড়ি বাজেয়াপ্ত করে পুলিশ। উল্লেখ্য বাইক চুরি কাণ্ডে তদন্তে নেমে পুলিশ এখনও পর্যন্ত সাতটি বাইক উদ্ধার করতে সক্ষম হয়। আমবাসা থানার ওসি বিশ্বজিৎ দেববর্মা জানান মহকুমার বিভিন্ন এলাকা থেকে বাইক চোরেরা ইতিমধ্যেই অনেকগুলি বাইক চুরি করে নিয়ে যায়। এদিকে আগামী দিনেও এ ধরনের অভিযান জারি থাকবে বলে জানান ও সি বিশ্বজিৎ দেববর্মা। শ্রী দেববর্মা আরও জানান, শনিবার আটক বিমল রিয়াংকে আদালতে সোপর্দ করা হবে তিন দিনের রিমান্ড চেয়ে।