জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- পুলিশকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে একের পর এক চুরি সংগঠিত করে চলেছে চোর চক্র। তাদের হাত থেকে রেহাই পাচ্ছে না সংবাদ মাধ্যমের অন্যতম প্রতিষ্ঠান আগরতলা প্রেসক্লাবও। গত একদিন আগে পুলিশকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েই চোরচক্র প্রেসক্লাবে হানা দিয়ে নগদ অর্থসহ হাতে নেয় বিভিন্ন সামগ্রী। প্রেসক্লাবের দুঃসাহসিক চুরির ঘটনাকে ঘিরে স্বাভাবিকভাবেই সেদিন ব্যাপক আলোড়ন তৈরি হয় সচেতন মহলে। কিন্তু এখানেই শেষ নয়। ফের আরো একবার প্রেস ক্লাবে চুরির চেষ্টা। যদিও এবার হাত সাফাইয়ের কাজ সফল করতে পারেনি চোর। শুক্রবার গভীর রাতে চোর প্রেস ক্লাবে দ্বিতীয় বারের মতো চুরি করতে এসে ধরা পড়লো হাতেনাতে। ক্লাবের ক্যান্টিনে লাগানো নতুন সিসি ক্যামেরার মাধ্যমে এদিন রাত প্রায় দেড়টা নাগাদ বাপন সরকার নামে এক চোর ধরা পড়ে। পরে তাকে প্রত্যক্ষদর্শীরা কিছু উত্তম মাধ্যম দিয়ে তুলে দেয় পুলিশের হাতে। মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে আগরতলা প্রেসক্লাবে ফের দুঃসাহসিক চুরির চেষ্টাকে ঘিরে আরো একবার প্রশ্নের মুখে পুলিশ।