জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :-
ধর্মনগর প্রতিনিধি:- লোন নিয়ে সময় মতো লোনের টাকা ফেরত না দেওয়ায় আইনি পদ্ধতি মোতাবেক বৃহস্পতিবার ধর্মনগরের স্বনামধন্য হোটেল রাতদিন সিল করে দেওয়া হল। জানা গেছে থাকা ও খাওয়ার হোটেলের ব্যাবসায়ার জন্য হোটেল কতৃপক্ষ ২০১৩ সালে ত্রিপুরা গ্রামীন ব্যাংক থেকে মোটা অঙ্কের লোন নেন । কিন্ত পরবর্তী সময় মত লোনের টাকা ফেরত না দেওয়াতে বহু আইনি প্রক্রিয়ার পর বৃহস্পতিবার উত্তরের জেলা শাসকের এক আধিকারিক অর্থাৎ ডিসিএম সঞ্জীব দেবনাথ হোটেলটি সিল করে গ্রামীন ব্যাংক কতৃপক্ষের নিকট সমঝে দেন । ব্যাংকের,এক আধিকারিক অদিতি চক্রবর্তী জানিয়েছেন এখন ব্যাংক তাদের নিয়ম মোতাবেক আগামী পদক্ষেপ নেবেন।