Site icon janatar kalam

বড় ধরনের চোর চক্রের হদিশ গ্রেপ্তার ১৮

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- দীর্ঘদিন পর ফের একবার সাফল্য দেখালো পুলিশ। একই দিনে মহিলা সহ ১৮ জন চোরকে গ্রেফতার। পুলিশের সক্রিয়তার মধ্যেই প্রতিনিয়ত হাত সাফাইয়ের কাজ অব্যাহত রাখে চোরচক্র। এবার গোপন সূত্রের ভিত্তিতে পুলিশ একাধিক জায়গায় অভিযান চালিয়ে চোর ডাকাত দলের বড় ধরনের গ্যাং এর সাফল্য পেল। অভিযান চালিয়ে পুলিশ চুরি ডাকাতির সাথে জড়িত থাকার অভিযোগে দুজন মহিলা সহ ১৮ জনকে জালে তুলতে সক্ষম হয়। শুধু তাই নয় উদ্ধার করতে সক্ষম হয় প্রচুর পরিমাণ চুরি যাওয়া বিভিন্ন সামগ্রী। ঘটনা সোমবার সকালের দিকে রাজধানী আগরতলার প্রগতি স্কুল সংলগ্ন এলাকায়। গোপন সূত্রের ভিত্তিতে রামনগর ফাড়ির পুলিশ সেখানে অভিযান চালিয়ে প্রথমে কাসেম মিয়া নামে এক কুখ্যাত চোরকে আটক করে। তাকে জিজ্ঞাসাবাদ চালিয়ে পরবর্তী সময়ে পুলিশ জয়নগর এলাকায় অভিযান চালিয়ে উদ্ধার করে চুরির বিভিন্ন সামগ্রী। একই সাথে পুলিশ জবানবন্দি মূলে একে একে আটক করে ১৮ জনকে। চাঞ্চল্যকর বিষয় হল ধৃতদের মধ্যে মহিলা রয়েছেন দুইজন। ধৃতরা হলেন লিপা বেগম ওরফে লিপি, কাজলী মালাকার, জয় দেব, আবু কাসেম, স্বপন ঋষিদাস, বিশ্বজিৎ তাঁতি, রাহুল দাস, চয়ন পাল, বিশ্বজিৎ বিশ্বাস, রাজেশ দেবনাথ, আকাশ মিয়া, শংকর দেব, বাপন দাস, লিটন শীল, রাজু দাস, বিকি সাহানি, সুজিত নমঃ ও সম্রাট দে। পুলিশ ধৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষ করে সোমবারই আদালতে তুলে। এদিন পুলিশ অভিযান চালিয়ে চুরি ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন অস্ত্র উদ্ধার করতে সক্ষম হয়। শহরের বুক থেকে বড় ধরনের চোরচক্র ও ডাকাতের গ্যাং পুলিশ জালে তুলতে সক্ষম হওয়ায় স্বাভাবিকভাবেই জনমনে চাঞ্চল দেখা দেয়। এ নিয়ে রামনগর আউট পোস্টের ওসি এসআই মৃণাল পাল জানান, গোপন খবরের ভিত্তিতেই এদিন প্রগতি স্কুল সংলগ্নস্থানে পুলিশ অভিযান চালিয়েছে। খুব শীঘ্রই পুলিশ যে সমস্ত পণ্য সামগ্রী উদ্ধার করেছে সেগুলোর মালিককে সনাক্ত করে তাদের হাতে নিজ নিজ চুরি যাওয়া মালপত্র তুলে দেওয়া হবে।পুলিশ তল্লাশি চালিয়ে বিভিন্ন স্থান থেকে যাদেরকে গ্রেপ্তার করেছে, তাদের নামের তালিকাও এদিন প্রকাশ্যে তুলে ধরেছেন। খুব শীঘ্রই পুলিশ চোরচক্রের মূল পাণ্ডাদের গ্রেপ্তার করবে। প্রসঙ্গত রাজধানী আগরতলা শহরে ও তার আশপাশ এলাকায় গত প্রায় এক বছর ধরে সক্রিয় হয়ে উঠেছিল চোর ও ডাকাত দলের বেশ কয়েকটি চক্র। কিছু কিছু ক্ষেত্রে পুলিশ সফল হলেও বেশিরভাগ ক্ষেত্রেই অসফলতার ছাপ রেখেছিল। এবার পুলিশ তার সাফল্যের আরেকটি নজির তৈরি করেছে।

Exit mobile version