Site icon janatar kalam

পথ দুর্ঘটনায় মৃত্যু এক তরুণ যুবকের

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- বিজয় উৎসব থেকে বাড়ি ফেরার পথে দুর্ঘটনা গ্রস্থ হয়ে এবার মৃত্যু হল এক তরুণ যুবকের। মৃত যুবকের নাম আলমগীর হোসেন। বয়স ২৪ বছর। ঘটনা তেলিয়ামুড়া মহারানী এলাকায়। জানা যায়, শনিবার তেলিয়ামুড়া থানার অন্তর্গত মহারানী এলাকায় বিজয় মিছিল থেকে অটো গাড়ি নিয়ে বাড়ি ফেরার সময় মহারানী এলাকায় একটি ১২ চাকার লরি এবং অটো গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গুরতর আহত হন অটোতে থাকা আলমগীর মিয়া নামে ২৪ বছরের এক যুবক। এই দুর্ঘটনার বিষয়টি স্থানীয়রা দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে রক্তাক্ত অবস্থায় আলমগীরকে উদ্ধার করে তেলিয়ামুড়া হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্মরত চিকিৎসকরা আহত যুবকের অবস্থা আশঙ্কা জনক হওয়ার কারণে সঙ্গে সঙ্গে উন্নত চিকিৎসার জন্য জিবি হাসপাতালে রেফার করে। আহত যুবক আলমগীরকে জিবি হাসপাতালে আনার পর চিকিৎসা চলাকালীন রবিবার মৃত্যুর কুলে ঢলে পড়ে। পরে তার মৃতদেহটি ময়না তদন্তের পর পরিবারের হাতে তুলে দেওয়া হয়। আলমগীরের মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই হাসপাতাল চত্বরে কান্নায় ভেঙে পড়ে তার মা-বাবা সহ আত্মীয় পরিজনরা।

Exit mobile version