জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :-পুলিশকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে প্রতিদিনই হাত সাফাইয়ের কাজ অব্যাহত রাখলো চোরচক্র। বাড়িঘর, ব্যবসায়িক প্রতিষ্ঠান থেকে শুরু করে সরকারি কার্যালয়েও প্রতিনিয়ত সংঘটিত হচ্ছে চুরির ঘটনা। চোর চক্রের হাত থেকে রেহাই পাচ্ছে না ধর্মীয় প্রতিষ্ঠানগুলিও। শনিবার সাত সকালে তা আরো একবার প্রত্যক্ষ করা গেল রাজধানীর আগরতলা কামারপুকুর পাড় এলাকায়। এলাকার কালীমন্দিরে এবার চোরচক্র হানা দিয়ে হাতিয়ে নিল প্রতিমার স্বর্ণালংকার, প্রণামি বাক্স সহ বিভিন্ন সামগ্রী। শনিবার সকালে স্থানীয়রা মন্দিরের দরজা খোলা দেখতে পায়। তখনই তাদের সন্দেহ হয়। পরে সমস্ত কিছু খতিয়ে দেখে তারা নিশ্চিত হয় যে চোরচক্র থাবা বসিয়েছে মন্দিরে। পরবর্তী সময়ে মন্দিরের সিসি ক্যামেরা খতিয়ে দেখে সবারই চক্ষু চড়ক গাছ। চোরের দল ধাপে ধাপে মন্দিরে সংঘটিত করে চুরির ঘটনা। ধর্মীয় প্রতিষ্ঠানে দুঃসাহসিক এই চুরির ঘটনাকে ঘিরে স্বাভাবিকভাবেই এলাকার নাগরিকদের মধ্যে নতুন করে এখন আতঙ্ক দেখা দিয়েছে।